ঐতিহ্যবাহী দেবদেবী ও পৌরাণিক চরিত্র যেমন দূর্গা, শিব, কার্তিক, গনেশ, মহিষাসুর, অর্জুন, অভিমন্যু, কিরাত ইত্যাদি ছাড়াও শিল্পীরা বিভিন্ন পশুপাখি যেমন হরিণ, সিংহ ইত্যাদি মুখোশ'ও তৈরী করেন।
আরো দেখুনছৌ নাচ ২০১০ সালে ইউনেস্কোর মানবজাতির প্রতিনিধিত্বমূলক পরম্পরাগত ঐতিহ্যের (UNESCO Representative List of the Intangible Cultural Heritage of Humanity) তালিকাভুক্ত হয়েছে।
পুরুলিয়ার ছৌ মুখোশ ২০১৮ সালে জিওগ্রাফিকাল ইন্ডিকেশনের (Geographical Indications – GI) তালিকাভুক্ত হয়। এই জি-আই স্বীকৃতি ছৌ মুখোশের ভৌগলিক উৎসস্থল-এর নিরিখে তার গুণমান ও বৈশিষ্ট্য সুনিশ্চিত করে।