পুরুলিয়ার একজন অগ্রগণ্য নাটুয়া ও ছৌ শিল্পী বীরেন কালিন্দী। ২০০৬ সালে প্রতিষ্ঠিত বীরেন কালিন্দী ছৌ নাচ গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। এই দলে ২০-জন সদস্য রয়েছেন। রামায়ণ-মহাভারত-পুরাণ-এর কাহিনী ছৌ নাচের মাধ্যমে পালা-অভিনয় করে দেখানোয় পারদর্শী এই দল। এছাড়াও সামাজিক সচেতনতামূলক বিষয়েও ছৌ পালা করেন তাঁরা। এই দল সর্বভারতীয় স্তরে দিল্লি, মুম্বই, গোয়া, আহমেদাবাদ ও ওড়িশাতেই ছৌ পালা করে নি, আন্তর্জাতিক স্তরে ফ্রান্স, জার্মানি, সুইৎজারল্যাণ্ড, লিথুয়ানিয়া এবং চিন দেশেও অনুষ্ঠান করেছে।
বীরেন কালিন্দী ২০১৭ সালের ৪-৯ জুলাই লিথুয়ানিয়ায় আন্তর্জাতিক ফোকলোর ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন।
২০১৮-র জুলাই-তে জার্মানির কার্লসরুহে-তে অনুষ্ঠিত ইণ্ডিয়া সামার ডে-জ ফেস্টিভ্যালে বীরেন কালিন্দী সহ পুরুলিয়ার জেলার পাঁচজন ছৌ-শিল্পী যোগদান করে ছৌ নাচ দেখান।
২০১৯ সালের ১৩-১৪ই জুন জার্মানির কার্লসরুহে-তে অনুষ্ঠিত ইণ্ডিয়া সামার ডে-জ ফেস্টিভ্যালে বীরেন কালিন্দী ছৌ নাচ গোষ্ঠী অংশগ্রহণ করে, যা এই নিয়ে পরপর দ্বিতীয়বার এই দলের এই উৎসবে যোগদান। বীরেন কালিন্দী ও তাঁর দলের নাচ দেখে দর্শকবৃন্দ উচ্ছ্বসিত প্রশংসা করেন।
বীরেন কালিন্দী ও তাঁর ছৌ-দল সুইডেনের ২৪তম উরকুল্ট উৎসবে ছৌ নাচ প্রদর্শন করেন।