×

দেবীলাল কর্মকার

পুরুলিয়া জেলার খ্যাতনামা ছৌ শিল্পী দেবীলাল ১৯৬০ সালে বরবাজার ব্লকের খাড়িপাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত শিবু কর্মকার ছিলেন জেলার অন্যতম সেরা ঢোল বাদক। দেবীলাল তার বাবার কাছে প্রাথমিক পর্যায়ের শিক্ষাগ্রহণ করেন এবং ধীরে ধীরে এই পেশায় জড়িত হয়ে যান। দেবীলালের বয়স যখন ১৩ বছর তখন তার বাবা তাকে একটি অনুষ্ঠানে প্রথম মঞ্চে তুলে দেন। সেই অনুষ্ঠানের পর অনেকেই তার প্রশংসা করেন এবং তরুণ বয়সে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ওই সময়েই বলরামপুর রয়্যাল ছৌ আকাদেমির প্রতিষ্ঠাতা ডাঃ সুখেন্দু বিশ্বাস তাকে নিজের ছৌ দোলে যুক্ত হতে ও একজন ঢোল বাদক হিসেবে অনুষ্ঠান পরিবেশনার আমন্ত্রণ জানান। এরপর তিনি দেশের বাইরেও অনুষ্ঠান করার সুযোগ পান। ১৯৯৯ সালে রাশিয়ায় যান। ২০০০ সালে থাইল্যান্ড, ২০০৬-এ বেলজিয়াম, ফ্রান্স, লিথোনিয়া, স্পেন, গ্রিস, পোল্যান্ড, ২০০৯-এ ইরান, ইরাক, তেহরান এবং ২০২১ সালে যান লণ্ডন, স্কটল্যান্ড, আমেরিকা, নিউইয়র্ক, ওয়াশিংটন, ব্রাজিলে। দক্ষতার বিচারে দেবীলাল এখনও সমানভাবে স্বচ্ছন্দ এবং তার উপস্থিতি তার দলের শক্তি বৃদ্ধি করে চলেছে।

the artist

দেবীলাল কর্মকার

৯৭৩৪০৯৫০৫১    

Puruliar Lokshilpa