জগন্নাথ চৌধুরী পুরুলিয়ার একজন অগ্রগণ্য ছৌ শিল্পী। মিতালী ছৌ মালডি নামের একটি প্রথম সারির ছৌ দলের তিনি নেতৃত্ব দেন। দেশে বিদেশে ৩০০টির-ও বেশী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও তিনি বিহার, ওড়িশা, গুজরাট, চেন্নাই ও দিল্লিতে অনুষ্ঠান করেছেন। এছাড়াও ২০১০ সালে লণ্ডনে, ২০১১ সালে বাংলাদেশে, ২০১৩ সালে জাপানে, ২০১৫ ও ২০১৭ সালে ফ্রান্সে তিনি অনুষ্ঠান করেছেন। বলরামপুরের মালডি ছৌ শিবিরে তিনি নিয়মিত অল্পবয়সী ছেলেমেয়েদের ছৌ নাচ শেখান।
ফ্রান্সের নোয়োনে জুলাই ৪ থকে ৮, ২০১৭-এ অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক ফোকলোর ফেস্টিভালে জগন্নাথ চৌধুরী ভারতের প্রতিনিধিত্ব করেন। নোয়োন ও তার পার্শ্ববর্তী রোয়ে, রেতোঁদ, বের্লাঁকোর্ত, হ্যাম ও ক্লেরয় কমিউন জুড়ে এই উৎসবের আয়োজন করা হয়। দর্শকরা জগন্নাথ চৌধুরী ও তাঁর দলের ছৌ নাচের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
জগন্নাথ চৌধুরী ও তাঁর মেয়ে মৌসুমি চৌধুরী নরওয়ের ট্রণ্ডহেইম-এ ১লা থেকে ৭ই অক্টোবর ২০১৮-এ আয়োজিত ট্র্যান্সফর্ম ফেস্টিভালে অংশগ্রহণ করেছিলেন। সেইখানে তাঁরা ছৌ নাচ প্রদর্শন করেন।
২০১৯ সালে সুইডেনে আয়োজিত ২৪তম উরকুল্ট উৎসবে জগন্নাথ চৌধুরী অংশগ্রহণ করেছিলেন। সেইখানে তাঁর ও তাঁর দলের বর্ণময় এবং প্রাণোচ্ছ্বল ছৌ নাচ দর্শকদের প্রশংসা আদায় করে নেয়।