×

জগন্নাথ চৌধুরী

পুরুলিয়ার মালডি গ্রামের বাসিন্দা জগন্নাথ চৌধুরি একজন অগ্রগণ্য ছৌ শিল্পী। পুরুলিয়ার স্থানীয় কিশোর-কিশোরী-দের তিনি ছৌ নাচের প্রশিক্ষণ দেন। বিভিন্ন দেশে তিনি ছৌ নাচ প্রদর্শন করেছেন।

জগন্নাথ চৌধুরী পুরুলিয়ার একজন অগ্রগণ্য ছৌ শিল্পী। মিতালী ছৌ মালডি নামের একটি প্রথম সারির ছৌ দলের তিনি নেতৃত্ব দেন। দেশে বিদেশে ৩০০টির-ও বেশী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও তিনি বিহার, ওড়িশা, গুজরাট, চেন্নাই ও দিল্লিতে অনুষ্ঠান করেছেন। এছাড়াও ২০১০ সালে লণ্ডনে, ২০১১ সালে বাংলাদেশে, ২০১৩ সালে জাপানে, ২০১৫ ও ২০১৭ সালে ফ্রান্সে তিনি অনুষ্ঠান করেছেন। বলরামপুরের মালডি ছৌ শিবিরে তিনি নিয়মিত অল্পবয়সী ছেলেমেয়েদের ছৌ নাচ শেখান।

ছৌ নাচ

জগন্নাথ চৌধুরীর প্রশিক্ষণ ও উপস্থাপনা

জগন্নাথ চৌধুরীর প্রশিক্ষণ ও উপস্থাপনা

the artist

জগন্নাথ চৌধুরী

৯৯৩৩৪০৯৩৩৯    

jagannath@puruliachau.com    

জগন্নাথ চৌধুরি