×

পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পীরা ছৌ ঝুমুর উৎসব নামের একটি গ্রামীণ উৎসবের আয়োজন করেন। ছৌ নৃত্য প্রদর্শন হয় একটি খোলা মঞ্চে। মঞ্চ ঘিরে দর্শকবৃন্দ জড়ো হয় নাচ দেখতে। এই উৎসবে ৩০-এর বেশী সংখ্যক ছৌ-এর দল নৃত্য প্রদর্শন করেন। স্থানীয় লোকজন ছাড়াও এমনকি কলকাতা ও অন্যান্য শহর সহ দেশ বিদেশের মানুষ উৎসবে ছৌ নাচ অনুষ্ঠান দেখতে আসেন। ছৌ মুখোশ কিভাবে তৈরি করেন শিল্পীরা তা দেখার জন্য চলে আসুন পুরুলিয়ার চড়িদা গ্রামের মুখোশ মেলায়।

পুরুলিয়া জেলার ঝালদা ২ ব্লক-এর বামনিয়ায় স্থানীয় শিল্পীরা ষষ্ঠ ছৌ ঝুমুর উৎসবের আয়োজন করেন ২২ থেকে ২৮শে ডিসেম্বর ২০১৭। প্রতিদিন ৫টি ছৌ-এর দল নৃত্য প্রদর্শন করেন এবং ১টি ঝুমুরের দল ঝুমুর প্রদর্শন করেন। উৎসবে কেবলমাত্র আঞ্চলিক মানুষজনই নন, কলকাতা ও বিভিন্ন শহর থেকেও অতিথি অভ্যাগতদের সমাগম হয়।

ছৌ ঝুমুর উৎসব ২০১৭

আরও দেখুন

পুরুলিয়ার বামনিয়ায় পঞ্চম ছৌ ঝুমুর উৎসব আয়োজিত হয়েছিল ২২ থেকে ২৮শে ডিসেম্বর, ২০১৬তে। একটি মুক্ত মঞ্চে ছৌ নাচ ও ঝুমুর প্রদর্শিত হয়েছিল। বাঁকুড়া ও পুরুলিয়া থেকে ৩৩টি ছৌয়ের দল ও ৭টি ঝুমুরের দল এই উৎসবে যোগ দেয়। ১০০০০-এর-ও বেশি মানুষ এসেছিলেন এই উৎসবে। ঝাড়খণ্ডের বেশ কিছু ইভেণ্ট অর্গানাইজার গোষ্ঠীতে কর্মরত ব্যক্তিবৃন্দ এসেছিলেন এই উৎসবে। তাঁরা […]

ছৌ ঝুমুর উৎসব ২০১৬

আরও দেখুন
1 2 3