×

ছৌ ঝুমুর উৎসব ২০১৬

বামনিয়া, পুরুলিয়া, সেপ্টেম্বর 14, 2016

পুরুলিয়ার বামনিয়ায় পঞ্চম ছৌ ঝুমুর উৎসব আয়োজিত হয়েছিল ২২ থেকে ২৮শে ডিসেম্বর, ২০১৬তে। একটি মুক্ত মঞ্চে ছৌ নাচ ও ঝুমুর প্রদর্শিত হয়েছিল। বাঁকুড়া ও পুরুলিয়া থেকে ৩৩টি ছৌয়ের দল ও ৭টি ঝুমুরের দল এই উৎসবে যোগ দেয়। ১০০০০-এর-ও বেশি মানুষ এসেছিলেন এই উৎসবে। ঝাড়খণ্ডের বেশ কিছু ইভেণ্ট অর্গানাইজার গোষ্ঠীতে কর্মরত ব্যক্তিবৃন্দ এসেছিলেন এই উৎসবে। তাঁরা কিছু শিল্পীদের দলকে মনোনীত করে নিয়েছিলেন ভবিষ্যতের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। বি-ডি-ও, পঞ্চায়েত প্রধান, সভাপতি, কর্মাধ্যক্ষ, স্থানীয় থানার ও-সি-র মতো সরকারী আধিকারিকরা এই উৎসবে উপস্থিত ছিলেন।