×

ছৌ ঝুমুর উৎসব ২০১৮

বামনিয়া, পুরুলিয়া, ডিসেম্বর 22, 2018

সাত দিনের ছৌ ঝুমুর উৎসব সাত বছরে পা রাখলো ডিসেম্বর ২০১৮তে। এটি পুরুলিয়ার একটি প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে। পুরুলিয়ার বিভিন্ন ব্লক থেকে ২৮টি ছৌ নাচের দল এবং ২টি ঝুমুরের দল এই উৎসবে অংশগ্রহণ করে। মাননীয় মন্ত্রী শান্তিরাম মাহাতো, স্থানীয় এম এল এ সহ আঞ্চলিক বিশিষ্ট নাগরিক এবং জেলা প্রশাসনের তরফ থেকে আধিকারিকবৃন্দ এই উৎসবে উপস্থিত হন এবং শিল্পীদের উৎসাহ প্রদান করেন। উৎসবে ১২,০০০-এর বেশি দর্শকের সমাগম হয়। পুরুলিয়া জেলার বাইরে থেকেও মানুষ উৎসবে আসেন।