ছৌ মুখোশ মেলা
চড়িদা, পুরুলিয়া, ডিসেম্বর 14, 2019
চতুর্থ ছৌ মুখোশ মেলা অনুষ্ঠিত হল পুরুলিয়ার চড়িদায়। উৎসবের উদবোধন করেন দ্বিজেন মাহাতো ও নেপাল মাহাতোর মতো বিশিষ্ট শিল্পীবৃন্দ এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ-এর আধিকারিকগণ। মেলায় ৬০টির মতো বিপনী বিভিন্ন ধরণের ছৌ মুখোশের সমাহার নিয়ে পশরা সাজিয়েছিলো। স্থানীয় অঞ্চল থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলায়। কলকাতা ও বিভিন্ন জেলা ও মহকুমার সদর টাউন থেকেও আসেন ১৫০০-এর-ও বেশি অতিথি-অভ্যাগত। পুরুলিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ৬টি ছৌ-এর দল এবং বিশিষ্ট ঝুমুর শিল্পী অঞ্জনা মাহাতো ও তাঁর দল এই মেলায় যথাক্রমে ছৌ ও ঝুমুর প্রদর্শন করেন।