×

ফটোগ্রাফি

মালডি, বলরামপুর, ডিসেম্বর 20, 2019

ছৌ-ঝুমুর উৎসব যাকে বলে ফটোগ্রাফারদের আনন্দ। চারপাশের ছবি তোলার মত আকর্ষণীয় বিষয়, গ্রামীণ নিসর্গ, উৎসবের পরিবেশ, অনুষ্ঠানের স্পন্দন, পোর্ট্রেট – সবকিছু অনুষ্ঠানটিকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ফটোগ্রাফারদের জন্য বিশেষ সংরক্ষিত এলাকায় ছবি তোলার ব্যবস্থা রয়েছে। সেখানে তারা পছন্দসই  ছবি তুলতে পারবেন।