অঙ্গ সঞ্চালন ও পায়ের কাজ
ছৌ নাচের প্রতিটি চালের সাথে জড়িয়ে রয়েছে বিশিষ্ট পায়ের কাজ এবং কাঁধ, হাত, ঘাড়, মাথা সহ সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা। এবং এই চাল রয়েছে বিভিন্ন ধরণের। ‘দেব চাল’-এর সঙ্গে জড়িত রয়েছে ঈশ্বর ও ঐশী শক্তির সম্বন্ধ। নায়ক এবং অসমসাহসী চরিত্রের জন্য রয়েছে বীর চাল। দুষ্ট শক্তি ও তার আধার খলচরিত্র প্রকাশের জন্য রয়েছে অসুর চাল। আবার পশু চাল দিয়ে বোঝানো হয় সিংহ, বাঁদর, ময়ুর ইত্যাদি চরিত্রকে। এই ধরণের বিভিন্ন চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য বোঝাতে রয়েছে বিভিন্ন ধরণের চাল। সব মিলিয়ে, ছৌ নাচ তার শিল্পীদের পায়ের কাজ এবং কাঁধ, হাত, ঘাড়, মাথা সহ সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যথাযথ সঞ্চালনার মাধ্যমেই বাঙ্ময় হয়ে ওঠে।