মুখোশ

ছৌ নৃত্যশিল্পীরা যে মুখোশ পরেন নাচার সময়ে সেগুলি খুব বিশদে ও খুঁটিনাটি সহকারে তৈরি হয়। এই মুখোশগুলি তৈরি করার সময় মৌলিক যে উপাদানগুলি ব্যবহৃত হয় সেগুলি হল কাগজের মণ্ড ও কাদামাটি। মুখোশগুলির মাথার উষ্ণীষ নানান ভাবে অলঙ্কৃত করা হয়। শুধু মুখোশই নয়, ছৌ নাচের সময় শিল্পীরা যে পোশাক পরেন সেগুলিও বর্ণময় ও অলঙ্কৃত থাকে। রাঙতা ও জরির কাজ দেখা যায় সেই পোশাকে।