ইণ্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল, কার্লস্রুহে, জার্মানি, ২০১৮
জার্মানির কার্লস্রুহে-তে অনুষ্ঠিত ইণ্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল নামক উৎসবে ১৪-১৫ জুলাই, ২০১৮-তে পুরুলিয়ার ৫-জন ছৌ শিল্পী অংশগ্রহণ করেন। এঁরা হলেন বীরেন কালিন্দী, ভগবৎ মাহাতো, বাপ্পাদিত্য মাহাতো, বিনোদ সিং মুড়া এবং পশুপতি মাহাতো। উৎসবে নানান ধরণের শিল্পকলার প্রদর্শনী হয়। পুরুলিয়ার ছৌ শিল্পীরা তাঁদের অনবদ্য শারীরিক কৌশল ও প্রাণবন্ত অনুষ্ঠানের পার্ফরমেন্স-এর মাধ্যমে উপস্থিত দর্শকবৃন্দকে চমৎকৃত করেন।