ইণ্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল, কার্লস্রুহ, জার্মানি
২০১৮র মতো ২০১৯-এ-ও জার্মানির কার্লস্রুহে তে অনুষ্ঠিত ইণ্ডিয়া সামার ডে’স ফেস্টিভাল-এ জুলাই মাসের ১৩ থেকে ১৪ তারিখে ৫ জন ছৌ শিল্পী অংশগ্রহণ করেন। এই দলের নেতৃত্ব দেন জগন্নাথ চৌধুরী। উপস্থিত দর্শকবৃন্দ সেই প্রাণবন্ত ছৌ-নৃত্যের প্রদর্শনে উচ্ছ্বসিত ও অভিভূত হন।