সিয়াটল ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভাল, মার্কিন যুক্তরাষ্ট্র
জুনে ২১ থেকে ২৫, ২০১৭ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্টিভালে যোগদান করেছিলেন দুই তরুণ ছৌ শিল্পী বাপ্পাদিত্য মাহাতো এবং বিজয় কিশোর মাহালি। তাঁরা প্রথিতযশা নৃত্যশিল্পী ও কোরিয়োগ্রাফার সুদর্শন চক্রবর্তী পরিচালিত কলকাতার প্রথম সারির নাচের প্রতিষ্ঠান স্যাফায়ার ক্রিয়েশানস প্রযোজিত ‘একোনামা’-র দুই প্রধান নৃত্যশিল্পী হিসেবে সেখানে গিয়েছিলেন। উপস্থিত দর্শকবৃন্দ তাঁদের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানেও, যেমন এন-এ-বি-সি তে, তাঁদের নৃত্য প্রদর্শন করেন।