ট্র্যান্সফর্ম ফেস্টিভাল, নরওয়ের ট্রণ্ডহেইম
নরওয়ের ট্রণ্ডহেইম-এ ট্র্যান্সফর্ম ফেস্টিভাল আয়োজিত হয়েছিলো ১লা থেকে ৭ই অক্টোবর ২০১৮-এ। সেখানে বিখ্যাত ছৌ গুরু জগন্নাথ চৌধুরী ও তাঁর কন্যা মৌসুমি চৌধুরী অংশগ্রহণ করেছিলেন। মৌসুমি চৌধুরী সেই উৎসবে শিশুদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেন।