ধর্মেন্দ্র সূত্রধর
ধর্মেন্দ্র সূত্রপধরের বয়স ৩৩। তিনি ১০ বছর বয়স থেকে মুখোশ বানানো আরম্ভ করেন। চড়িদা গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র। গ্রামের আরো অনেকের মতো, মুখোশ তৈরিই তাঁর ঐতিহ্য ও পরম্পরাগত শিল্প। তিনি ছৌ নাচের সময় পরা হয় এমন বিভিন্ন ধরণের মুখোশ প্রস্তুত করেন। এছাড়াও নানা ধরণের ঘর সাজানোর মুখোশ তৈরি করেন ধর্মেন্দ্র সূত্রধর। যেমন, তাসের দেশের মতো সাহিত্যধর্মী মুখোশ বা পশুপতিনাথের মুখোশের মতো ধর্মীয় মুখোশ। ভারতের প্রায় সব প্রধান মেলা ও উৎসবে তিনি অংশগ্রহণ করেছেন।